শিরোনাম
মেহেরপুর, ২৬ জুলাই ২০২৫ (বাসস) : জেলায় আজ সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠাানের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার ২৬ জুলাই সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস. মুরশিদ।
আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।
সমাজসেবা কর্মকর্তা (রেজি) কাজী আবুল মনসুরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আশাদুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. জে. এম. সিরাজুম মুনীর, জেলা শিক্ষা কর্মকর্তা হজরত আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ.দা.) নাসিমা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি খন্দকার মুইজ ও আশিক রাব্বি প্রমুখ।
শপথ বাক্য পাঠের পর আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।