বাসস
  ২৫ জুলাই ২০২৫, ১৪:০৬

দিনাজপুরে বন বিভাগের জমি অবৈধ দখলমুক্ত করে বৃক্ষরোপন

ছবি : বাসস

দিনাজপুর, ২৫ জুলাই ২০২৫ (বাসস) : জেলার নবাবগঞ্জ উপজেলায় বন বিভাগের জমি অবৈধ দখল উচ্ছেদ ও উদ্ধার অভিযান চালিয়ে ৮ একর সরকারি রিজার্ভ বন-ভূমি দখল মুক্ত করে আজ শুক্রবার সকাল ১০টায় বৃক্ষরোপন করা হয়েছে।

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গত বুধবার (২৩ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিরামপুর চরকাই রেঞ্জের আওতাধীন ভাদুরিয়া বন বিটের চক-নওদা রিজার্ভ ফরেস্ট মৌজায় যৌথ বাহিনীর সহযোগিতায় বন বিভাগের জমি অবৈধ দখল মুক্ত করতে অভিযান চালানো হয়।

বুধবার বন বিভাগের দিনাজপুর জেলা সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তানভির ইসলাম নাহিদেও নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৮ একর জমি দখল-মুক্ত করার পর বন বিভাগের সীমানা পিলার দিয়ে চিহ্নিত করা হয়েছে।

সূত্রটি আরো জানায়,আজ সরকারি ছুটির দিনে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে দখল মুক্ত ৮ একর জমিতে বৃক্ষরোপন শুরু করেছে বলে তিনি দাবি করা হয়। 

বৃক্ষরোপনের ঘটনাস্থলে থাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তানভীর ইসলাম নাহিদ আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

বন-বিভাগ সূত্র জানায়, জেলার নবাবগঞ্জ উপজেলার বিরামপুর রেঞ্জের আওতাধীন ভাদুরিয়া বিটের চক-নওদা মৌজায় উদ্ধার কৃত বন বিভাগের প্রায় ৮ একর জমিতে শতাধিক শ্রমিক নিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে ৭ হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হচ্ছে।

দিনাজপুর বিরামপুর সহকারী বন সংরক্ষক জানান, দীর্ঘদিন ধরে বন বিভাগের জমি গুলো অবৈধ ভাবে স্থানীয়দের কাছে অবৈধ দখলে ছিল। এ গুলো বন বিভাগের গেজেট ভুক্ত সংরক্ষিত বনের জমি।

স্থানীয় ভূমিদস্যুরা দীর্ঘদিন ধরে জমি গুলো অবৈধ ভাবে দখল করে চাষাবাদ করতেন। বন বিভাগ থেকে তাদের একাধিকবার জমি ছেড়ে দিতে নোটিশ দেয়া হলেও তারা শোনেনি। 

উদ্ধারকৃত জমিতে বন অধিদপ্তরে নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে। সংরক্ষিত বন ভূমি উদ্ধার করে বনায়নের এই কাজ চলমান থাকবে।

উচ্ছেদ অভিযানে যৌথবাহিনীর নেতৃত্বে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রাতুল সাহা, বিরামপুর চরকাই রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, ফরেস্টার মো. আল-আমিন, ভাদুরিয়া বিট কর্মকর্তা মো. এরশাদ আলীসহ বিটের অধিনে সকল উপকারভোগী সদস্যরা অংশ গ্রহন করেন।