বাসস
  ২৫ জুলাই ২০২৫, ১৪:০২
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৪:৫১

শেরপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ২১ জনকে পুশইন 

ছবি : বাসস

শেরপুর, ২৫ জুলাই, ২০২৫ (বাসস): জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।

আজ শুক্রবার ভোর ৬টায় হাতিপাগার বিওপির নাকুগাঁও সীমান্ত সড়কে তাদের পুশইন করা হয়।

পরে খবর পেয়ে হাতিপাগার বিওপির বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৬টি পরিবারের ৫ জন পুরুষ, ৫ জন মহিলা এবং ১১ জন শিশু রয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের দেয়া তথ্যমতে তাদের পরিচয় যাচাই বাছাই এর কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া শেরপুরের সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি জওয়ানরা।