বাসস
  ২৫ জুলাই ২০২৫, ১৩:৫৮

কোমলমতি শিক্ষার্থীদের রং তুলির বর্ণিল সাজে খাগড়াছড়ি

ছবি : বাসস

খাগড়াছড়ি, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে  আজ সকালে কোমলমতি শিক্ষার্থীদের রং তুলিতে বর্ণিল সাজে সেজেছে খাগড়াছড়ি। 

গ্রাফিতিতে বৈষম্য-স্বৈরাচারবিরোধী, গঠনতন্ত্র পুনঃগঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নিমার্ণে আবু সাঈদের বন্দুকের সামনে বুক পেতে দেওয়া, আন্দোলনকারীদের জন্য মুগ্ধদের পানি বিতরণ, নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে হাজারো আত্মাহুতি দেওয়া বীর শহীদদের চাওয়া ও জানা-অজানা নানা তথ্য ফুটে ওঠে।

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দেওয়ালে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের রং-তুলিতে গণঅভ্যুত্থানের পুনর্জাগরণের চিত্র ফুটে উঠেছে।

এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন ও ২৪-এর শহীদ দিবস উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার। 

এই নির্দেশনা বাস্তবায়নে জেলা, উপজেলা শিক্ষা অফিস ও প্রশাসনের আয়োজনে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংগ্রহণে এই গ্রাফিতি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে জুলাই-আগষ্ট চেতনা, সৃজনশীলতা ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন হবে।