বাসস
  ২৪ জুলাই ২০২৫, ২০:৫২

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ

ছবি : বাসস

কুমিল্লা, ২৪ জুলাই, ২০২৫(বাসস) : দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের গুরুত্বপূর্ণ শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ মিথ্যাচার ও ষড়যন্ত্রের  প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা সদর দক্ষিণ বিএনপি।

মিছিল শেষে শহরের পূবালি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিক রহমান মাহমুদ  ওয়াসিম, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান ও সাবেক কাউন্সিলর খলিলুর রহমানসহ নেতৃবৃন্দ।