শিরোনাম
ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : ‘মনে রেখো জুলাই - ভুলে যেও না’ প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের আয়োজনে ‘জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ : সুযোগ, সমস্যা ও উত্তরণ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ৫১৩ নম্বর কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক। আলোচক হিসেবে অংশ নেন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
সেমিনারে বিশেষ গুরুত্ব বহন করে জুলাই বিপ্লবের প্রত্যক্ষ ভুক্তভোগীদের উপস্থিতি। সেমিনারের অংশ নেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ বিভাগের শিক্ষার্থী অনিক কুমার দাস।
অনুষ্ঠানের শুরুতেই এক মিনিট নীরবতা পালন করে আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা এবং বৈষম্যহীন ভবিষ্যতের জন্য প্রার্থনা করেন।