বাসস
  ১৬ জুলাই ২০২৫, ২১:১৬

মাগুরায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে জরিমানা ও হাইড্রোলিক হর্ণ জব্দ 

শব্দ দূষণ নিয়ন্ত্রনে জরিমানা ও হাইড্রোলিক হর্ণ জব্দ। ছবি : বাসস 

মাগুরা, ১৬ জুলাই ২০২৫ (বাসস): জেলা সদরে আজ শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে মোট ১৮ হাজার টাকা জরিমানা এবং বিভিন্ন যানবাহনে ব্যবহৃত ৮টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার পলিটেকনিক সংলগ্ন এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং মো. সাইদুন নবী জোহা।

এ সময় পরিবেশ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব এবং পরিদর্শক আসিফ আলম উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে ৮টি যানবাহনকে মোট ১৮ হাজার টাকা জরিমানা এবং এসব যানবাহনে ব্যবহৃত ৮টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।