শিরোনাম
ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) টুলসের ব্যবহার বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে উপাচার্যের কনফারেন্স রুমে আজ মঙ্গলবার ‘ইফেকটিভ ইউজ অফ এআই টুলস ইন টিচিং, লার্নিং অ্যান্ড রিসার্চ ‘ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।
প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।
প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্যে আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. মেজবাহ-উল-আলম সওদাগর।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।