শিরোনাম
ফেনী, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : বন্যা পরবর্তী সময়ে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলার দূর্গত এলাকার ১৫শ রোগীকে আজ দিনব্যাপী ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে ফেনীস্থ ৪ বিজিবি।
ফুলগাজী উপজেলার আলহাজ্ব মাষ্টার নুরুল হক জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ফেনীস্থ ৪ বিজিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, প্রধান অতিথি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এর সার্বিক তত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করেন, কুমিল্লা সেক্টরের মেডিকেল অফিসার মেজর ফাতেহা নাজনীন, মেডিসিন বিশেষজ্ঞ ফেনী ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, মেডিকেল অফিসার ডা. সাদ বিন ইসলাম।
সেক্টর কমান্ডার রেজাউল কবির জানান,“বন্যা পরবর্তী সময়ে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পানিবাহিত নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় দূর্গত এলাকায় সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়েছে।