শিরোনাম

রাজশাহী, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’ এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহী মহানগরীতে যথাযোগ্য মর্যাদায় এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬।
আজ সোমবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর উদ্যোগে এক আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
রাজশাহী কাস্টমসের কমিশনার মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আন্তর্জাতিক কর) মো. লুৎফুল আজীম। অনুষ্ঠানে দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী কাস্টমসের যুগ্ম কমিশনার মো. শাফায়েত হোসেন।
সেমিনারে জানানো হয়, গত দুই দশকে এনবিআরের রাজস্ব আহরণ প্রায় ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০০২-০৩ অর্থবছরে যেখানে আহরণ ছিল ২৩,৬৫১ কোটি টাকা, সেখানে ২০২৪-২৫ অর্থবছরে তা দাঁড়িয়েছে ৩,৭০,৮৭৫ কোটি টাকায়। ২০২৪-২৫ অর্থবছরে কাস্টমস ১ লাখ ১৯৮ কোটি টাকা আহরণ করেছে, যা এনবিআরের মোট রাজস্বের ২৭ শতাংশ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে কাস্টমসের জন্য ১ লাখ ৩০ হাজার ৭৮০ কোটি টাকার বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে উল্লেখযোগ্য রাজস্ব বৃদ্ধি অর্জন করেছে, যেখানে ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা সংগ্রহ হয়েছে, যা গত বছরের তুলনায় ২৩ হাজার ২০ কোটি টাকা বেশি।