বাসস
  ১৪ জুলাই ২০২৫, ১৯:৫৭

২০২৬ সালের হজে অংশ নিতে এজেন্সিগুলোর কাছে আবেদন আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস): ২০২৬ সালের হজ কার্যক্রমে অংশ নিতে অনুমোদিত এজেন্সিগুলোর কাছে আবেদন আহ্বান করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।  

এজেন্সিগুলোকে আবেদন দাখিলের অনুরোধ জানিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে আজ সোমবার চিঠি পাঠানো হয়েছে।

২০২৬ সালের হজ কার্যক্রমের জন্য সৌদি সরকার কর্তৃক ইতোমধ্যে রোডম্যাপ বা টাইম লাইন প্রকাশ করা হয়েছে- উল্লেখ করে চিঠিতে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত যে সকল হজ এজেন্সি ২০২৬ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছুক সে সকল হজ এজেন্সির স্বত্বাধিকারী বা ব্যবস্থাপনা পরিচালকদের নিকট থেকে মন্ত্রণালয়  প্রস্তুতকৃত নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে।