বাসস
  ১৪ জুলাই ২০২৫, ১৭:০১

হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম সফলভাবে শেষ করল বিমান

ফাইল ছবি

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিরাপদে দেশে ফেরানোর মাধ্যমে চলতি বছরের হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম সফলভাবে শেষ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমের শেষ ফিরতি ফ্লাইটটি শুক্রবার চট্টগ্রামে পৌঁছায়। 
এর মাধ্যমে ২০২৫ সালের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

প্রতি বছরের মতো এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের মধ্যে জমজমের পানি বিতরণ করে। 
জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ ও সৌদি সরকারের তত্ত্বাবধানে সৌদিয়া ও ফ্লাইনাসের সঙ্গে যৌথভাবে হজ ফ্লাইট পরিচালনা করেছে।

হজের মৌসুমে অতিরিক্ত  ফ্লাইট এবং সংশ্লিষ্ট সেবাসমূহ নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য এক হাজারেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী মোতায়েন করে বিমান। ফ্লাইট পরিচালনার পাশাপাশি হজ ফ্লাইটগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার দায়িত্বও এককভাবে পালন করে বিমান। 

সংস্থাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের অন্যান্য প্রবেশপথে বিদেশি এয়ারলাইন্সকেও গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বৃহৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও সক্ষমতা, পেশাদারিত্ব ও জাতীয় সেবার প্রতি তাদের প্রতিশ্রুতি প্রমাণ করেছে। ভবিষ্যত হজ কার্যক্রমেও বিমান এ ধরনের সেবা ও নিষ্ঠা অব্যাহত রাখবে।