বাসস
  ১৪ জুলাই ২০২৫, ১৫:০৭

তিন ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর, ১৪ জুলাই, ২০২৫ (বাসস): প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।  

আজ সোমবার সকাল ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী রেলক্রসিংয়ে রেললাইনের ওপর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। পরে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় রাজশাহী, দিনাজপুর, বগুড়া ও রংপুরগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বাসসকে জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে বিকল ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। এরপর রেল চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ, ট্রাফিক ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে।