শিরোনাম
বাগেরহাট, ১৩ জুলাই ২০২৫ (বাসস) : বাগেরহাটে ২০ হাজার ৩শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কালাম হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত কালাম সাতক্ষীরা জেলার নাথুয়া থানার নাথুয়ার ডাঙ্গার আব্দুল গফুরের ছেলে। বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে সাতক্ষীরা এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে বক্সের ভেতরে কালো রঙের আমের ক্যারেটের ভেতরে থেকে ২০ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা ব্যবসায়ী কালাম হোসেকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।