বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ২৩:১৭

রংপুরে হত্যা মামলার মূল আসামি ঢাকায় গ্রেফতার

রংপুর, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): রংপুরের তারাগঞ্জ থানায় দুজনকে হত্যার মামলার মূল আসামি মো. মেহেদী হাসানকে (৩০) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রোববার র‌্যাব-১৩ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কেরানীগঞ্জ ক্যাম্পের র‌্যাব-১০ এর সহায়তায় অভিযান চালিয়ে গতকাল বিকেলে শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মেহেদী হাসান তারাগঞ্জ থানার ফারিদাবাদ গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত আসামিকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তারাগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাতে মিঠাপুকুরের ছড়ান বালুয়া এলাকা থেকে প্রদীপ লাল ও রূপলাল ভ্যান নিয়ে তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামে রূপলালের বাড়িতে আসছিলেন। ওই দিন রাত সাড়ে আটটার দিকে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে পৌঁছালে চোর সন্দেহে এলাকার লোকজন ওই দুজনকে আটক করেন। পরে দফায় দফায় পিটিয়ে তাঁদের হত্যা করা হয়।

এ ঘটনায় ১০ আগস্ট রূপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে তারাগঞ্জ থানায় অজ্ঞাতনামা ৭০০ ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।