বাসস
  ১৩ জুলাই ২০২৫, ২৩:৫০

নওগাঁয়ে বিএনপির মশাল মিছিল

ছবি : বাসস

নওগাঁ, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা প্রোপাগান্ডা ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি মুলক মন্তব্য ও রাজধানীতে ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার দাবিতে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলা শাখা।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের নির্দেশনায় শহরের মুক্তির মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় মিছিলের নেতৃত্ব দেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান উজ্জল।

বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন- একটি মহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। স্বাধীনতা বিরোধী একটি চক্র সুপরিকল্পিতভাবে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোনো পরিকল্পনাই সফল হবে না। দেশপ্রেমিক দল বিএনপি বিগত দিনে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। সামনে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে একটি নতুন রাজনৈতিক দল এবং আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল সেই জামাত-শিবির রাজাকাররা ধ্বংসাত্মক হত্যা চালাচ্ছে। এদেরকে প্রতিহত করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ জানিয়ে রাজধানীর মিডফোর্টে ব্যবসায়ী সোহাগ হত্যার দ্রুত বিচার দাবি করা হয়। দলের কেউ অপরাধ করলে সে যত বড়ই নেতা হোক তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়। এছাড়া যতো দ্রুত সম্ভব নির্বাচন দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকার ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন- বিএপির কেন্দ্রীয় সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশনুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মামুন, সাবেক সদস্য ফরিদুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তান্না, সদস্য হাসিবুল, মিঠু, সুমন, মিলন, মোস্তাক। জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, আ: বারী তুহিন, সদস্য রিপন, রাজু। ড্যাব নেতা ডা: নয়ন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তাজ, প্রচার সম্পাদক সনি, কলেজ শাখা ছাত্রদলের শিশির, আতিক, মারুফ, নাফিজ, সাদেক। রিকশা ভ্যান শ্রমিক দলের জেলা সদস্য সচিব ছোটন, নওগাঁ সদর থানা কমিটির সদস্য সচিব মারুফ ও রানা।