বাসস
  ১৩ জুলাই ২০২৫, ১৬:১০

চট্টগ্রামে ৩৯ প্রভাবশালীর দখলে থাকা জায়গা উদ্ধারে পাউবো’র অভিযান

রোববার সরকারি জায়গা উদ্ধারে নগরীর উত্তর কাট্টলী এলাকায় উচ্ছেদ অভিযানে নেমেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে ৩৯ প্রভাবশালী ব্যক্তির দখলে থাকা ৩২০ কোটি টাকা মূল্যের ৩২ একর সরকারি জায়গা উদ্ধারে অভিযানে নেমেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

নগরের উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টলী পর্যন্ত তিন দিনব্যাপী উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রতিষ্ঠানটি। ১৬ বছর পর অবশেষে এই উদ্ধারে নামলো পাউবো।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সাগরিকাস্থ বঙ্গোপসাগর উপকূল ঘেঁষা বেড়িবাঁধ ও বন্দর লিংক সড়কের পাশে মিনি স্টেডিয়াম এলাকায় আজ উচ্ছেদ অভিযান চলছে ।

অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের তিন ম্যাজিস্ট্রেট রয়েছেন। 

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সোমবার ও মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিন ধরে এই উচ্ছেদ অভিযান চলবে।

পাউবো চট্টগ্রাম বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ জানান, দীর্ঘদিন ধরে দখলে থাকা এসব জমি উচ্ছেদে আজ রোববার থেকে অভিযান শুরু করেছি। জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থার যৌথ সমন্বয়ে তিন জন ম্যাজিস্ট্রেট এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। 

স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলদারদের হাত থেকে দুখলমুক্ত জমিতে পিলার ও কাঁটাতার দিয়ে সংরক্ষণ করে বনায়ন করা হবে।

তিনি আরও জানান, অনেকেই উচ্ছেদ ঠেকাতে চেষ্টা করেছেন। কিন্তু সরকার অবৈধ দখলদারদের উচ্ছেদে কঠোর অবস্থানে রয়েছে।

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এ অভিযান সোমবার ও মঙ্গলবার পর্যন্ত চলবে বলে তিনি জানান।