বাসস
  ১৩ জুলাই ২০২৫, ১৫:১৮

মাগুরায় বাস-ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০

মাগুরা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস): জেলার  সদর উপজেলার আলমখালী রামনগর পার্কিং এলাকায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। 

আজ বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহ থেকে মাগুরার দিকে যাওয়ার পথে আলমখালী রামনগর পার্কিং এলাকায় পৌঁছালে মাগুরা দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়।ঘটনাস্থলে নিহত হন ভ্যানচালক সাগর মোল্যা (২৫)। 

নিহত সাগর সদর উপজেলার গৌরীচরণপুর গ্রামের আওল মোল্যার ছেলে। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

রামনগর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলছে।