বাসস
  ১২ জুলাই ২০২৫, ২০:৫৩

বিএনপির প্রতিটি নেতা-কর্মীই মজলুম : সাবেক উপমন্ত্রী দুলু

ছবি : বাসস

নাটোর, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘যারা নির্যাতিত তারা মজলুম। তাই বিএনপির প্রতিটা নেতা-কর্মীই মজলুম।’

আজ শনিবার নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে নাটোর জেলা পরিবহণ শ্রমিক দলের আয়োজনে রক্তাক্ত জুলাই-আগষ্ট ২০২৪ গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন।  

সাবেক উপমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। বিএনপিকে বিতর্কিত করার জন্য, চাঁদাবাজ বানানোর জন্য, বিভিন্নভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা চক্রান্ত করছে।  গত ১৫ বছর যেভাবে ষড়যন্ত্র করা হয়েছে ঠিক সেভাবেই সংসদ নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসীর জায়গা হবে না।’

জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী  ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ প্রমুখ।