শিরোনাম
সিলেট, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে পুলিশ সিলেটে আটক করেছে।
শুক্রবার রাতে তাকে সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে আটক করা হয়। আটককৃত মুজিবুর রহমান রুহিত সিলেটের চৌমুহনী খাদিম এলাকার রাজন মিয়ার ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রুহিত নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।