শিরোনাম
চট্টগ্রাম, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৪২ ঘণ্টা পর যুবক সাইফুল ইসলামের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা ইন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে একটি শাখা খালে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ডের ঘাটিয়াপাড়া সংলগ্ন সাঙ্গু নদীতে লাকড়ি সংগ্রহ করার সময় তিনি নিখোঁজ হন। সাইফুল উপজেলার পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তোফায়েল আহমদের ছেলে।
নিহতের ভাই জমির উদ্দিন বলেন, ‘আমার ভাই এ এলাকায় থেকে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করত। সে গত বৃহস্পতিবার সাঙ্গু নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’ সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।