বাসস
  ১২ জুলাই ২০২৫, ১৫:৫৬

বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে  কিশোর নিহত

বগুড়া, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার ধুনট উপজেলার উল্লাপাড়া খন্দকারপাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিজুল হাকিম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। 

গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও দুই আরোহী।

নিহত আজিজুল হাকিম শেরপুর উপজেলার মহিপুর এলাকার সোলাইমান আলীর ছেলে। আহতরা হলেন একই এলাকার আবু বক্কার (১৭) ও নয়ন মিয়া (১৮)। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ধুনট থানার ওসি সাইদুল আলম।

তিনি জানান, ধুনট থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেলে করে তিন বন্ধু শেরপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজিজুল হাকিম মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।