শিরোনাম
চট্টগ্রাম, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : নগরীর পতেঙ্গায় আউটার রিং রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় জুবায়ের শেখ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।
শনিবার বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, শুক্রবার রাত নয়টার দিকে আউটার রিং রোডের ধুমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় জুবায়েরকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে কাভার্ড ভ্যান নিয়ে চালক পালিয়ে যায়।
পুলিশ জানায়, নিহত জুবায়ের শেখের গ্রামের বাড়ি বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নে। তার পরিবার নগরীর মাইলের মাথা এলাকায় একটি ভাড়া বাসায় থাকে। সে গার্মেন্টেসে চাকরি করতো।
বন্দর থানার ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহত কিশোরের বড় বোনের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে।