বাসস
  ১২ জুলাই ২০২৫, ১৫:৩২

কালিহাতিতে দুস্থদের  জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ছবি: বাসস

টাঙ্গাইল, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কালিহাতি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

কালিহাতির টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আজ দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। বিএ-৫৬৯১ ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, ৯৮ সংমিশ্রিত ব্রিগেড এ সময় ক্যাম্পে উপস্থিত ছিলেন। 

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমান ক্যাম্পের উদ্বোধনকালে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে। বিগত সময়ে যেমন সাথে ছিল তেমনি আগামী দিনেও থাকবে। আমরা ১৯ পদাতিক ডিভিশনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় দুস্থদের সেবায় এই কার্যক্রম চলমান রাখবো। এ ক্যাম্পে আজ প্রায় দেড় হাজার সাধারণ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হবে।

স্থানীয়রা বলেন, আমরা সেনাবাহিনীর এই চিকিৎসা সেবা পেয়ে অনেক উপকৃত হলাম। মাঝে মাঝে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করলে গ্রামের গরীব মানুষ উপকৃত হবে।