শিরোনাম
নাটোর, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা স্কাউটস ভবনের নির্মাণ কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। তিনকোটি টাকা ব্যয়ে নাটোর শহরের ষ্টেশন হাফরাস্তা এলাকায় ১৮ শতাংশ জায়গায় ছয়তলার ভিত্তি বিশিষ্ট তিনতলা ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করবে বাংলাদেশ স্কাউটস।
এ উপলক্ষে আজ শুক্রবার বিকেল চারটায় নাটোর সার্কিট হাউসে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) ও যুগ্ম সচিব এবং বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য আবু সালেহ্ মো. মহিউদ্দিন খাঁ।
জেলা স্কাউটস কমিশনার ও নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌসের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আশীষ কুমার সাহা।
সভায় অন্যান্যের ভবন স্কাউটস্ ভবর নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন, বাংলাদেশ স্কাউটসের রাজশাহী অঞ্চলের উপ-কমিশনার কাহারুল ইসলাম জয়, জেলা স্কাউটসের সম্পাদক এস এম গোলাম মহিউদ্দীন, জেলা রোভারের কমিশনার ড. আল আমিন ইসলাম, সহকারী কমিশনার ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ মধ্যে বক্তব্য রাখেন।