শিরোনাম
সাতক্ষীরা, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ক্যালেন্ডার বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২ টায় জেলা শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ক্যালেন্ডার বিতরণ করা হয়।
ক্যালেন্ডার বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন, সাবেক সদস্য সচিব সুহাইল মাহদীন, সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুম, সাবেক যুগ্ম-সদস্য সচিব ওমর তাসনিম রাহাত, আহত সদস্য আলিফ আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, শুক্রবার সকালে শহীদ আসিফ চত্বরের পশ্চিম পাশে স্মার্ট মেডিকেল সেন্টারে জুলাই গণঅভ্যুখ্যানে শহীদ ও আহত ব্যক্তিদেও পরিবারের সদস্য এবং স্থানীয় জনগণের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।