শিরোনাম
সাতক্ষীরা, ১১ জুলাই ২০২৫ (বাসস) : জেলার কলারোয়া উপজেলায় আজ বিএনপি’র সদস্য নবায়ন ফরম বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ শুক্রবার বেলা ১২টায় কলারোয়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সদস্য নবায়ন ফরম বিতরণ কর্মসূচি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের (তালা- কলারোয়া) সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
সাতক্ষীরা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদীর সভাপতিত্বে ও সদস্য আব্দুর রকিব মোল্লার সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম- আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, সদস্য অধ্যক্ষ মোহাম্মদ রইছ উদ্দিন, সদস্য ইব্রাহিম হোসেন, কলারোয়া উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, আবু বক্কর সিদ্দিকী, আশরাফ হোসেন, শেখ আবদুল কাদের বাচ্চু, রবিউল ইসলাম প্রমুখ।