বাসস
  ১১ জুলাই ২০২৫, ১৭:৪৯

চাঁদপুরে ১০৪টি চোরাই সিমসহ প্রতারক চক্র আটক

চাঁদপুর জেলায় চোরাই সিমসহ প্রতারক চক্রের চারজনকে আটক করেছে পুলিশ। ছবি: বাসস

চাঁদপুর, ১১ জুলাই, ২০২৫ (বাসস): জেলায় ১০৪টি চোরাই সিমসহ প্রতারক চক্রের চারজনকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুরে  মতলব উত্তর থানা পুলিশ এ তথ্য জানান। 

পুলিশ জানায়, গত বুধবার মতলব উত্তর থানার এসআই আবুল কালাম আজাদ ও তার ফোর্স এখলাসপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হচ্ছে- রাকিবুল হাসান ওরফে মিন্টু, মো. সোহেব বিন আবদুল্লাহ, মো. আবু বক্কর ছিদ্দিক ও মো. রাব্বী মুন্সি। তারা চাঁদপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উদ্ধারকৃত সিমগুলোর বাজারমূল্য প্রায় ২০ হাজার ৫০০ টাকা। পুলিশের ধারণা, এসব সিম প্রতারণাসহ নানা অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছিল। আটককৃতদের বৃহস্পতিবার বিকেলে   আদালতে সোপর্দ করা হলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, থানার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অপরাধ দমনে আমরা সবসময় সচেষ্ট। চোরাই মোবাইল সিম দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে আমরা তৎপর হয়ে চারজনকে আটক করে নিয়মিত মামলা রজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠাই।