বাসস
  ১০ জুলাই ২০২৫, ১৮:০৫

জামালপুর সীমান্তে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ

ছবি : সংগৃহীত

জামালপুর, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাত জনকে বাংলাদেশে পুশইন করেছে।

পুলিশ জানায়, জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে ১০৮৩ নম্বর পিলারের কাছে বিএসএফ সাতজনকে পুশইন করে।

স্থানীয় লোকজন তাদের আটক করে বকশীগঞ্জ থানায় সোপর্দ করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।