বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ২২:০৪

রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ এলাকায় মাদকমুক্ত করা হবে : হাবিবুল ইসলাম হাবিব

ছবি: বাসস

সাতক্ষীরা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়নসহ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও কুশোডাঙ্গা ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ করা হবে। একই সঙ্গে সীমান্তবর্তী উপজেলা কলারোয়াকে মাদকমুক্ত করা হবে।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত সকল শ্রেণির মানুষের পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে এবং কৃষি ভাতা দেওয়া হবে।

হাবিবুল ইসলাম হাবিব আজ বিকেলে জেলার কলারোয়া উপজেলার পানিকাউরিয়া হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, কলারোয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন, সাতক্ষীরা জজ কোর্টের বিশেষ পিপি এড. মিজানুর রহমান পিন্টু, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চু প্রমুখ।

সভাস্থলে এসময় দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে শত শত নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা।