শিরোনাম
পিরোজপুর, ৯ জুলাই, ২০২৫ (বাসস): বিএনপি'র অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলায় জেলার কাউখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট একেএম আব্দুস শহীদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
একই মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ খান খোকন ও উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির উদ্দিন তালুকদারকেও কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার বেলা ১২টার দিকে কাউখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শহীদসহ এই তিনজন আদালতে আত্মসমর্পণ করলে পিরোজপুর জেলা ও দায়রা জজ মুজিবুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল কালাম আজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, এডভোকেট আব্দুস শহীদসহ আওয়ামী লীগের এই তিন নেতার বিরুদ্ধে গত ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলা রয়েছে।
এর আগে তারা এই মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নিয়েছিলেন।
উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে আজ বুধবার পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।