বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ২০:৫১

ফকির আবদুল মান্নান এবং ওয়াজেদা আখতার স্মারক ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধি

ছবি : বাসস

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ‘ফকির আবদুল মান্নান এবং ওয়াজেদা আখতার স্মারক ট্রাস্ট ফান্ড’-এর মূলধন বৃদ্ধি করা হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, মূলধন বৃদ্ধির লক্ষ্যে দাতা পরিবারের সদস্য ড. মোহাম্মদ নিয়ামত ইলাহী ৬ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর কাছে হস্তান্তর করেন। এই অনুদানের মাধ্যমে ট্রাস্ট ফান্ডের মূলধন ১০ লাখ টাকায় উন্নীত হলো।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং ডাকসু’র সাবেক সদস্য মো. শাহান শাহ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের এল.এল.এম পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত একজন শিক্ষার্থীকে ‘ফকির আবদুল মান্নান স্মারক স্বর্ণপদক’ প্রদান করা হবে।

এছাড়া, এল.এল.বি চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত একজন শিক্ষার্থীকে মাসিক ৫ শ’ টাকা করে বৃত্তি প্রদান করা হবে।