শিরোনাম
টাঙ্গাইল, ৯ জুলাই, ২০২৫ (বাসস): টাঙ্গাইলের মধুপুরে পরিবেশের জন্য ক্ষতিকর ৪০ হাজার আকাশমনি গাছের চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার দুপুরে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে গাছের চারাগুলো কেটে ধ্বংস করা হয়।
এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।
তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ সৃজন, রোপন ও বিপণন নিষিদ্ধ করায় এই উদ্যোগ গ্রহণ করেছে মধুপুর উপজেলা প্রশাসন।
তিনি আরো জানান, মধুপুরে যেখানেই ইউক্যালিপটাস ও আকাশমনি চারা উৎপাদন বা বিপণন হবে, সেখানেই সরকারের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, সমাজসেবা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা উপস্থিত ছিলেন।