বাসস
  ০৯ জুলাই ২০২৫, ১৯:৫৫
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ২০:২৩

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনায় বাধা দেয়ায় ক্যাবের নিন্দা

ঢাকা, ৯ জুলাই, ২০২৫ (বাসস): নগরীর পার্কভিউ হাসপাতালের অনিয়ম তদন্তে মোবাইল কোর্ট পরিচালনাকালে বাধা দেয়ায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নেতৃবন্দ নিন্দা জানিয়েছেন।

আজ এক বিবৃতিতে বলা হয়, পার্কভিউ হাসপাতালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আখতার মোবাইল কোর্ট পরিচালনার সময় তার ফোনে হোয়াটসঅ্যাপ কলে হুমকি ও অভিযান পরিচালনায় বাঁধা প্রদান করা হয়। 

ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, চট্টগ্রাম মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, দক্ষিণ জেলা সভাপতি আলহাজ আবদুল মান্নান, যুব ক্যাব মহানগর সভাপতি আবু হানিফ নোমান আজ বুধবার এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে পার্কভিউ হাসপাতালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার কণার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করতে যান সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রোমানা আক্তার, সিভিল সার্জনের কর্মকর্তা ডা. শিব্বির আহমেদ প্রিন্স, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং ক্যাবের প্রতিনিধি আবু হানিফ নোমানসহ অন্যান্যরা।

অভিযানকালে পার্কভিউ হাসপাতালের নানান অনিয়ম ধরা পড়ে। যা রোগীদের জন্য সম্পূর্ণ অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ।

ক্যাবের বিবৃতিতে বলা হয়, অভিযানকালে হঠাৎ বাকলিয়া সার্কেলের এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট’র কাছে একটি ফোন কল আসে। সেই কলে এ পার্কভিউ হাসপাতালে অভিযান পরিচালনায় বাধা দেয়া হয়। ক্যাব এই ঘটনার তদন্তপুর্বক দোষিদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছেন।