বাসস
  ০৯ জুলাই ২০২৫, ১৯:০০

নারায়ণগঞ্জে অনুমোদনহীন তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

ঢাকা, ৯ জুলাই, ২০২৫ (বাসস): নারায়ণগঞ্জ জেলার গোদনাইল বাড়ীপাড়া তেলের ডিপো সংলগ্ন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। 

মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সাত জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রি করছে। এছাড়াও, এ সমস্ত প্রতিষ্ঠানে বিক্রি করা তেলের কোনো বৈধ চালান বা ক্রয় রশিদ প্রদর্শন করতে পারেনি। উদ্বেগজনক বিষয় হলো, অনিরাপদ উপায়ে জ্বালানি তেল সংরক্ষণ, যা জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে।

এ সময় প্রতিষ্ঠানগুলো লাইসেন্সবিহীনভাবে পরিচালনারও প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে পাঁচটি মামলায় অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি, বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়, এর মধ্যে রয়েছে ১ হাজার ৮০ লিটার ডিজেল, অকটেন ১০৬ লিটার ও ৬৫০ লিটার ফার্নেস অয়েল। এছাড়া, জ্বালানি দ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত একটি ভুয়া চালান রশিদও উদ্ধার করা হয়। জব্দকৃত মালামাল মেঘনা অয়েল পিএলসি এবং পদ্মা অয়েল পিএলসির জিম্মায় সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রগুলোর কর্তৃপক্ষকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর বিধানসমূহ যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে আইন লঙ্ঘন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও তাদের অবহিত করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বাসস/সবি/কেএমএ/১৮৫৬/-এমএবি