শিরোনাম
চট্টগ্রাম, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের হালিশহরে নালায় পড়ে হুমায়রা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ুধবার (৯ জুলাই) দুপুরে হালিশহরের আনন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মো. সেলিম বলেন, শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার সময় খোলা একটি নালায় পড়ে যায়। নালার স্ল্যাবটি তোলা থাকায় ওপরে পানি জমে ছিল, ফলে নালাটি বোঝা যায়নি।
তিনি বলেন, অসাবধানতাবশত শিশুটি সেখানে পা রাখলে পানির স্রোতে ভেসে যায়।
তিনি আরও বলেন, শিশুটিকে নালায় পড়ে যেতে দেখে আশপাশের কয়েকজন উদ্ধারের চেষ্টা করলেও তারা তাকে উদ্ধার করতে পারেননি।
পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে আমাদের উদ্ধারকর্মীরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং তারা দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটি মারা যায়।
প্রত্যক্ষদর্শী নুরুল আমিন জানান, উদ্ধার শেষে হাসপাতালে নেওয়া হলেও শিশুটিকে আর বাঁচানো যায়নি।