বাসস
  ০৯ জুলাই ২০২৫, ১৭:৪০

আরপিও নিয়ে অষ্টম কমিশন সভা আগামীকাল

নির্বাচন কমিশন ভবন। ছবি : বাসস

ঢাকা, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-সহ চারটি বিষয়ে নিয়ে আগামীকাল বৃহস্পতিবার অষ্টম কমিশন সভা অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) সভাকক্ষে ১০ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় কমিশনের এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সভার আলোচ্য সূচির মধ্য রয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামা, নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ এবং বিবিধ বিষয়।