শিরোনাম
মাদারীপুর, ২১ জুন, ২০২৫ (বাসস) : জেলার শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যাক্তি নিহত হয়েছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ফেলু হাজীর কান্দি গ্রামের রেল ব্রীজের কাছে একটি দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও গুরুতর আহত এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই এবি ছিদ্দিকসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ শনিবার দুপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছে।
শিবচর থানার ওসি মো.রতন শেখ বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে। আমরা নিহতের পরিচয় শনাক্তের কাজ করছি।