বাসস
  ২৩ জানুয়ারি ২০২৬, ১৬:৩৮

জবিতে সরস্বতী পূজা উদযাপন

সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় নিষ্ঠা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদযাপিত হয়েছে। ছবি : বাসস

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় নিষ্ঠা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদযাপিত হয়েছে।

আজ (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের আয়োজনে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এ পূজা অনুষ্ঠিত হয়।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ, ২টি ইনস্টিটিউট এবং নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলসহ মোট ৩৯টি পূজামণ্ডপে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করা হয়।

সকালে ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বাণী অর্চনা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, জবি কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

মণ্ডপ পরিদর্শন শেষে উপাচার্য বলেন, সনাতনী ঐতিহ্য ও উৎসবের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় হয়। সম্মিলিত উদ্যোগে এ ধরনের উৎসব আয়োজন প্রশংসনীয় বলেও উল্লেখ করে। সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করতে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, প্রতিবছরের মত এবারও সরস্বতী পূজা আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।