শিরোনাম

নাটোর, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে। শুক্লা পঞ্চমীর অমিয় লগ্নে সরস্বতী দেবীকে বরণ করে আসনে প্রতিস্থাপনের পরে চলছে আরাধনা।
আজ শুক্রবার ছুটির দিন হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যা দানের জন্যে দেবী সরস্বতীর সমীপে অঞ্জলী প্রদান করেছেন।
শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কিছু পূজা মন্ডপ এবং ভক্তদের বাড়িতে পূজার আয়োজন করা হয়েছে। মন্ডপগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পূজার স্থানগুলোতে পরিবেশন করা হচ্ছে ভক্তিমূলক গান, বিতরণ করা হচ্ছে প্রসাদ, আয়োজন করা হয়েছে সন্ধ্যা আরতির।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট খগেন্দ্র নাথ রায় জানান, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। বেশীরভাগ মন্ডপের প্রতিমা আগামীকাল বিসর্জন দেওয়া হবে।