শিরোনাম
চট্টগ্রাম, ২৮ মে, ২০২৫ (বাসস) : আসন্ন ঈদ উপলক্ষে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, আর্থিক অনিয়ম, যাত্রী হয়রানিসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম। এসময় টিকেট কালোবাজারিসহ নানা অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক টিম।
মঙ্গলবার পরিচালিত এ অভিযানে যাত্রীসেবা ও টিকিট ব্যবস্থাপনায় নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
দুদক জানায়, সংস্থার সদস্যরা ছদ্মবেশে টিকিট সংগ্রহের চেষ্টা করে। এতে দেখা যায়, টিকিট পেতে অতিরিক্ত অর্থ গুণতে হচ্ছে। টিকিট বুকিং সহকারীরা স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের সঙ্গে যোগসাজশ করে টিকিট কালোবাজারিতে জড়িত। অভিযানে এই চক্রের কার্যকলাপের সরাসরি প্রমাণ সংগ্রহ করে দুদক টিম।
এছাড়াও, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের বগিগুলো সরেজমিনে পরিদর্শন করে দুদক টিম। সেখানে দেখা যায়, টিকিট ছাড়াই যাত্রীদের বগিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তা-ও অতিরিক্ত অর্থের বিনিময়ে। এই অনিয়মে জড়িত রেলওয়ে কর্মীদের চিহ্নিত করার কাজ চলছে।
দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, অভিযানে সংগৃহীত তথ্য ও প্রমাণাদি পর্যালোচনা করে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।