শিরোনাম

খুলনা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গণভোট-২০২৬ এ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে খুলনা সিটি কর্পোরেশনের প্রচারণা কার্যক্রম আজ মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
কেসিসি প্রশাসক মো. মোখতার আহমেদ নগর ভবন চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী দিনে গণভোট-২০২৬ এ ‘হ্যাঁ’ ভোট প্রদানে জনসচেতনতা তৈরিতে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
খুলনা সাইক্লিস্ট ক্লাবের সদস্যগণ গণভোট-২০২৬ এর লোগো সংবলিত টি-শার্ট পরিধান করে সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রশাসকের ব্যক্তিগত সচিব মো. আমিরুল আরাফাত ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।