বাসস
  ২৮ মে ২০২৫, ১৭:০৮
আপডেট : ২৮ মে ২০২৫, ১৭:২৬

মুন্সীগঞ্জে বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা 

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ২৮ মে ২০২৫ (বাসস) : জেলার গজারিয়া উপজেলায় আজ অস্বস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুত করার দায়ে কলাপাতা ফুড লিমিটেড নামের একটি বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার দুপুরে গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় বাজার মনিটরিং কালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

 অভিযানকালে সহযোগিতা করেন গজারিয়া উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ফারহানা খান।

সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি প্রভৃতি বেকারী পণ্য প্রস্তুত  করায় কলাপাতা ফুড লিমিটেড বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।