বাসস
  ২৮ মে ২০২৫, ০০:৩২

সিরাজগঞ্জে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি নূর ইসলাম গ্রেপ্তার

ডাকাত দলের সর্দার নূর ইসলাম। ছবি : বাসস

সিরাজগঞ্জ, ২৭ মে, ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নূর ইসলামকে (৩১) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

আজ র‌্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ এপ্রিল রাতে টাঙ্গাইলের বাসাখানপুর এলাকায় এক গরু ব্যবসায়ীর পিকআপ ভ্যানসহ ছয়টি গরু ডাকাতি করে অজ্ঞাতনামা ৭-৮ জনের একটি ডাকাত দল। ডাকাতির পর তারা উত্তরবঙ্গ অভিমুখে যাওয়ার সময় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের একাধিক টহল দল তাদের গাড়ি থামাতে চেষ্টা করে। এ সময় ডাকাতরা দ্রুতগতিতে গাড়ি চালিয়ে কনস্টেবল রফিকুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে ২৭ এপ্রিল কনস্টেবল রফিকুল ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২৬ মে সন্ধ্যায় র‌্যাব-১২ ও র‌্যাব-১১ এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের দেওভোগ বাংলাবাজার এলাকা থেকে মো নূর ইসলামকে গ্রেপ্তার করে।

তার বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপসুখানগড়ী গ্রামে।

গ্রেপ্তারকৃত নূর ইসলামকে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।