শিরোনাম

চট্টগ্রাম, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রিটার্নিং অফিসার কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রত্যাহার শেষে চট্টগ্রামের ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জন।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। দিন শেষে মোট মনোনয়নপত্র প্রত্যাহারকারীর সংখ্যা ১২ জন।
এরা হলেন- চট্টগ্রাম-২ আসনে বিএসপির মো. ওসমান আলী ও বাংলাদেশ খেলাফত মজলিসের এইচ এম আশরাফ বিন এয়াকুব, চট্টগ্রাম-৫ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মুক্তার আহমেদ, চট্টগ্রাম-৬ আসনে বিএনপির গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম-৭ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আবুল কালাম, চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. এনায়েত উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনে নেজামে ইসলাম পার্টির মো. নেজাম উদ্দিন, চট্টগ্রাম-১১ আসনে আমার বাংলাদেশ পার্টির মো. লোকমান, চট্টগ্রাম-১২ আসনে গণ অধিকার পরিষদের এমদাদুল হাসান, চট্টগ্রাম-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. ইমরান, চট্টগ্রাম-১৬ আসনে এলডিপির মো. কফিল উদ্দিন চৌধুরী ও নেজামে ইসলাম পার্টির মো. মুসা।
মনোনয়ন প্রত্যাহারের পর ১৬টি আসনে মোট ১১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন ভিত্তিক তথ্য অনুযায়ী চট্টগ্রাম-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৭ জন, চট্টগ্রাম-২ আসনে ৭ জন, চট্টগ্রাম-৩ আসনে ৪ জন, চট্টগ্রাম-৪ আসনে ৯ জন, চট্টগ্রাম-৫ আসনে ৬ জন, চট্টগ্রাম-৬ আসনে ৪ জন, চট্টগ্রাম-৭ আসনে ৬ জন, চট্টগ্রাম-৮ আসনে ৭ জন, চট্টগ্রাম-৯ আসনে ১০ জন, চট্টগ্রাম-১০ আসনে ৯ জন, চট্টগ্রাম-১১ আসনে ১০ জন, চট্টগ্রাম-১২ আসনে ৭ জন, চট্টগ্রাম-১৩ আসনে ৬ জন, চট্টগ্রাম-১৪ আসনে ৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ৩ জন এবং চট্টগ্রাম-১৬ আসনে ৭ জন।
প্রসঙ্গত, চট্টগ্রামের ১৬ আসনে এবার মোট ১৪৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই বাছাইয়ের সময় ৪১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। পরবর্তীতে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন আপিলে প্রার্থীরা ফিরে পেয়েছেন।