বাসস
  ২৭ মে ২০২৫, ২১:৩৭

জুলাই কন্যা অসুস্থ সিরাজুম মুনিরাকে হাসপাতালে দেখতে গেলেন সমাজকল্যাণ উপদেষ্টা

উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ফাইল ছবি

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস):  সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার মুখপাত্র জুলাই কন্যা অসুস্থ সিরাজুম মুনিরাকে (২০) দেখতে যান। 

তিনি সিরাজুম মুনিরার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা দানের আশ্বাস দেন।

সিরাজুম মুনিরার মস্তিষ্কে রক্তক্ষরণ ও নাক দিয়ে রক্ত পড়া শুরু হলে তাকে গত ২৪ মে বিএমইউ-এ ভর্তি করা হয়। তিনি বর্তমানে কেবিন ব্লকের সাত তলায় আইসিইউ ইউনিটের ২ নম্বর বেডে ডা. যাদব চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তার মা জহুরা খাতুনের সাথে যোগাযোগ করে জানা যায়, মুনিরার মস্তিষ্কের রক্তক্ষরণ এবং নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়েছে।