বাসস
  ২৭ মে ২০২৫, ২০:৫৭

বাগেরহাট শহর জোয়ারের পানিতে প্লাবিত; পৌরবাসীর অসহনীয় দুর্ভোগ

ছবি : বাসস

বাগেরহাট, ২৭ মে, ২০২৫(বাসস):বাগেরহাটের ভৈরব নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট সদরের বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে। ফলে পৌরবাসী অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। 

বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র রাহাতের মোড়, ডাকবাংলা স্মৃতিসৌধ রোড, আনসার ক্যাম্প সংলগ্ন সড়ক,পুরাতন বাজার সহকারী ভূমি কর্মকর্তার কার্যালয় সড়ক, নাগের বাজার, বাসাবাটি কেবি, রহমানিয়া স্কুল সড়কসহ বিভিন্ন এলাকায় পানি ওঠায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাগেরহাট শহর তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হলেও এর সুফল মেলেনি। গত ৫ দিন ধরে জোয়ারের পানি ঢুকছে শহরে।

শহরের বাসিন্দা অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং জোয়ারের পানি বৃদ্ধি পেলেই  ভৈরব নদী বেষ্টিত শহর বাগেরহাট এলাকা তলিয়ে গিয়ে নাগরিক জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। গত দেড় যুগ ধরে যার কোন প্রতিকার নেই।

বাগেরহাট রহমানিয়া স্কুল সড়কের বাসিন্দা প্রথম শ্রেণির ঠিকাদার বেলাল আহমেদ খান জানান, জোয়ারের পানি একটু  বৃদ্ধি পেলেই তারা বাড়ি থেকে বের হতে পারেন না।

সামনে বর্ষা মৌসুমে আমাদের চরম দুর্ভোগের শিকার হতে হবে। তার দাবি অচিরেই পৌর প্রশাসক যেন এর আশু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

বাগেরহাট পৌরসভার সাবেক কমিশনার মাহাবুবুর রহমান টুটুল বাসসকে জানান, সম্পূর্ণ অব্যবস্থাপনা, সরু রাস্তা আর সরু ড্রেন নির্মাণের কারণে সেখানে ময়লা আবর্জনা আটকে থাকে। ফলে জোয়ারের পানি আটকে গিয়ে নিষ্কশনের অভাবে জন দুর্ভোগ পোহাতে হচ্ছে বছরের পর বছর। 

বাগেরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম বাসসকে জানান বাগেরহাট শহরের দশটি পয়েন্টে অবস্থিত গেটে ক্যাপ লাগালে শহরে নদীর পানি প্রবেশ করবেনা । ইতিমধ্যে ক্যাপ ক্রয় করা হয়েছে এবং  পৌরসভার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার তদারকিতে শ্রমিকরা এসব ক্যাপ লাগানোর কাজ শুরু করেছে।