বাসস
  ২৭ মে ২০২৫, ১৮:২৫

পটুয়াখালীতে খালে স্থাপনা নির্মাণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা 

খালে স্থাপনা নির্মাণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা। ছবি : বাসস 

পটুয়াখালী, ২৭ মে, ২০২৫ (বাসস) : জেলার কলাপাড়া উপজেলায় আজ প্রবাহমান খালে অবৈধ স্থাপনা নির্মাণ করার দায়ে মো. মিলন হোসেন নামের একব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসীন সাদেক এ দন্ড প্রদান করেন। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসীন সাদেক জানান, প্রবাহমান খালে স্থাপনা নির্মাণের অপরাধে (দন্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারা) মো. মিলন হোসেন নামের একব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া স্থাপনা সরিয়ে খালের পূর্বের প্রবাহ ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। 

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।