শিরোনাম
বান্দরবান, ২৭ মে ২০২৫, (বাসস) : জেলার রুমায় যাত্রীবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন নারী।
গতকাল সোমবার বিকালে উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ার সড়কে এই দুর্ঘটনাটি হয়।
নিহত ব্যক্তি হলো রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মূয়ালপি পাড়া জুয়াম ত্লিং বমের ছেলে লালকাপ এল বম (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাপ্তাহিক বাজারের দিনে চাল ও বিভিন্ন জিনিস নিয়ে চাঁদের গাড়িযোগে ১০ জন যাত্রী নিয়ে মুয়ালপি পাড়ার দিকে যাচ্ছিলেন। পাহাড়ি কাঁচা সড়ক হওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়িতে থাকা অনান্য যাত্রী প্রাণে রক্ষা পেলেও লালকাপ এল বম ঘটনাস্থলে নিহত হয় । আহত হয় আরো দুইজন নারী। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ রুবেল বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। গুরুতর আহত এক নারীকে প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত আরেকজন নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
রুমা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, গাড়ি উল্টে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তি লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। আর প্রচন্ড বৃষ্টির কারণে সড়কের অবস্থা নাজেহাল বলে জানান তিনি।