বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ২০:০৫

গণভোটের প্রচারণায় রংপুরে ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন

ছবি : বাসস

রংপুর, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় আজ মঙ্গলবার রংপুরেও ‘ভোটের রিকশা’ প্রচার কার্যক্রম শুরু হয়েছে।

‘ভোটের রিকশা’ প্রচারণা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র, দেশ ও জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় রংপুর তথ্য অফিস আয়োজিত ‘ভোটের রিকশা’ আইকনিক প্রচারণা কার্যক্রম রংপুর শহর ছাড়াও উপজেলা পর্যায়ের প্রতিটি মানুষের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রংপুর বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে জেলার প্রতিটি উপজেলায় একটি করে মোট আটটি রিকশা পাঠিয়ে এই প্রচারণার উদ্বোধন করেন।

রংপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবির, সহকারী তথ্য কর্মকর্তা তানিয়া তাজনীন মেমী এবং রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা আয়েশা সিদ্দিকা এবং রংপুর বিভাগীয় তথ্য অফিসের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ থেকে প্রতিটি উপজেলায় ‘ভোটের রিকশা’ ভোটারদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হলো।

ড. মো. মোফাকখারুল ইকবাল তার বক্তব্যে বলেন, ভোটদান কেবল একটি অধিকার নয়, এটি নাগরিক দায়িত্ব এবং গণতন্ত্রকে শক্তিশালী করার একটি হাতিয়ার।